#diary
Writer : syeda raisha abedin ohona
Part - 66
(তখন অহনা আর কিছু বলতে যাবে তখনই অহনা আবিরের আম্মুর পিছনে কাউকে দেখে পুরা স্তব্ধ হয়ে যায় কারণ মানুষটি আর অন্য কেউ না ছিল না আবির ছিলো,,,,,,,,,, এদিকে আবিরও অহনাকে দেখে পুরো স্তব্ধ হয়ে যায় এদিকে অহনাকে স্তব্ধ দেখে আবিরের আম্মু পিছনে ফিরে দেখে যে আবির দাঁড়িয়ে আছে তখন তার আর বুঝতে বাকি থাকে না যে এই স্তব্ধতার কারন কি ছিলো,,,,, এদিকে আবির যেন অহনার দিক থেকে চোখ সরাতে পারছিলো না,,,,,,,,,, কারন আজ প্রায় অনেকদিন পর সে তার রহস্যকন্যাকে দেখছে,,,, এদিকে অহনা আবিরকে দেখে তার চোখের পলক নামিয়ে নেয়,,,,, আজ আবির আর অহনা প্রায় সাত মাস পর দু'জনে একে অপরের সামনে আসলো কিন্তু কারো মুখে কোন কথা নেই,,,,,, এদিকে অহনা আবিরের পাশ কাটিয়ে চলে যেতে নিলেই আবিরের খেয়াল হয় যে সে অহনার দিকে তাকিয়ে ছিলো তখন আবিরের মনে পরে যে তার আব্বুর মৃত্যুর জন্য অহনাই দায়ি তাই আবির তার মনে অহনার জন্য যে ইমোশন ছিলো তা দমিয়ে রেখে তার আম্মুকে বলে)
আবির - সবাই এখানে কিন্তু ফারিয়াল আর জুবিয়া কোথায়?
(ফারিয়ালের কথা শুনে অহনা হঠাৎ করে সেখানেই থেমে যায়,,,,, অহনা সিঁড়ি দিয়ে উঠে তার রুমে যেতে নেয় কিন্তু আবিরের মুখে ফারিয়ালের নাম শুনে পিছনে ঘুরে তাকায়,,,,, এদিকে আবিরের আম্মু আবিরকে বলে)
আবিরের মা - ফারিয়ালের নাকি এখানে কোন ফ্রেন্ড আছে তার বাসায় গিয়েছে আর ফারিয়ালের সাথে জুবিয়াও গিয়েছে,,,,,,
আবির - ওহ তাহলে ওরা কখন আসবে?
আবিরের আম্মু - আসবে না,,,,,
(আবির তার আম্মুর মুখে আসবে না কথাটি শুনে অবাক হয়ে যায় আর বলে)
আবির - আসবে না মানে?
আবিরের আম্মু - আসবে না মানে আসবে না,,,,,
আবির - কিন্তু কেন আসবে না?
আবিরের আম্মু - কারন ফারিয়াল এইখানে থাকতে চাই নি,,,,,,
আবির - কিন্তু কেন থাকতে চায় নি?
আবিরের আম্মু - কারন ফারিয়াল বলছিলো যে ও নাকি অহনার বাসায় থাকবে না কারন ও নাকি চায় না যে অহনার সাথে যেন আবারও আগের মতো কিছু না হয় কারন দেখা যাবে যে ফারিয়াল এখানে আছে আর আবারও কোনো কিছু হলে অহনা নাকি আবার ফারিয়ালকেই দোষ দিবে তাই এমন যেন না হয় তাই ও চলে গিয়েছে আর তাই ফারিয়াল থাকবে না বলে জুবিয়াও ফারিয়ালের সাথে গিয়েছে,,,,