#diary
Writer : syeda raisha abedin ohona
Part - 60
(অহনার কথায় ইন্দ্রনীল অহনার দিকে ফিরে তাকায়)
অহনা - আমি নাহয় বুঝলাম যে সাহিলের সাথে আমার পারসোনাল শত্রুতা কিন্তু ফারিয়াল কেন আমার পিছনে লাগলো বুঝলাম না,,,,, আমি না আগে ওকে দেখেছি আর না চিনতাম আর না ও আমাকে চিনতো তাহলে এই শত্রুতা কেন?
ইন্দ্রনীল - আসলে ওর সাথে তোর শত্রুতা কারন তুই ওদেরকে বের করার জন্য নাম লিস্ট করে দিয়েছিল তাই,,,,,,
অহনা - কি!
ইন্দ্রনীল - হুম,,,, কারন ওদের নামের ইনফর্মেশন ফাইল অন্য কারো কাছেই ছিল না শুধু তোর কাছে ছিল আর তুই ওয়ার্ক ফাইল থেকে ওদের নামের ইনফর্মেশন দিয়েছিলি দেন বাকিরা অন্য অফিসারদের থেকে বাকি ইনফরমেশন নিয়ে কালেক্ট করে ওদেরকে বের করেছে আর তুই ওদের নামের ওয়ার্ক ফাইল দিয়েছিলি বলেই ফারিয়ালের সাথে তোর শত্রুতা তৈরি হয়,,,,,,,,
আজমেরি - ও মাই গড তারমানে এই ছিল রিজন অহোর সাথে ফারিয়ালের শত্রুতার,,,,,,! একটা মানুষের মাথা কতোটা খারাপ হলে এমন করতে পারে!
ইন্দ্রনীল - আসলে ফারিয়াল অহনাকে এরজন্যই দেখতে পারে না কারন অহনাই ওদের নামের ইনফোরমেশন দেয় যেটা অহনা ছাড়া আর কারো কাছে ছিলো না,,,, আই নো অহনা ফারিয়ালকে দেখে নি কিন্তু ওদের সবার নেম লিস্ট অহনার কাছে ছিলো যেটা জেনারেল স্যার চাওয়ার সাথে সাথেই অহনা দিয়ে দেয়,,,,, যেটা ফারিয়াল চায় নি,,,,, কারন ও চাইছিলো যে সেই নামের ফাইলটি যেন জেনারেল স্যারের কাছে না যায়,,,, যাতে ওদের নাম আর ডেটা কালেক্ট করতে না পারে,,,, কারন এসব কালেক্ট করেই ওদের বিরুদ্ধে অভিযোগ করা হয়,,,,, কারন বিনা অভিযোগে ওদের আর্মি থেকে বের করা যেত না,,,, আর ফারিয়াল আর্মি থেকে যেতেও চায় নি,,,, কারন ও চেয়েছিলো যে ও আর্মিতে থেকেই আরমানকে ওর নিজের করে পাওয়ার সর্বোচ্চ ট্রাই করবে আর না পারলে ওকে মেরে ফেলবে কিন্তু কারো হতে দিবে না,,,,, কিন্তু অহনা ওই নামের ইনফেকশন ফাইলগুলো দাওয়ার কারনেই ফারিয়ালের সেই প্লান নস্ট হয়ে যায়,,,,, যার জন্য ফারিয়াল অহনাকে দেখতে পারে না,,,,, আর তাই অহনার সাথে ফারিয়ালের শত্রুতা হয়,,,,,,,,,,,