#diary#82 & last part

121 4 2
                                    

#diary

Writer : syeda raisha abedin ohona

Part - 82 & last part

(ডাক্তার কিছু না বলেই মাথা নিচু করে ফেলে আর অহনার অবস্থা বলতেই আবির ধপ করে চেয়ারে বসে পরে)
                           ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

(এতোটুকু পড়ে আবির ডায়রিটি বন্ধ করে ফেলে,,,,,,,,,সেইদিনের সেই ঘটনার পর আজ দুই বছর হয়ে গেল,,,,,আর এসব ভেবেই আবির একটি দীর্ঘশ্বাস ফেলে বলে)

আবির - আমি ওইদিনের কথা আর মনেও করতে চাই না,,,, কারন সেদিনে কথা মনে পড়লে আজও আমি ভয়ে শিউরে উঠি,,,,,

(আবির নিজে নিজেই এই কথা বলে চেয়ারে হেলান দিয়ে বসে আর তখনই এক মেয়ে পিছন দিয়ে এসেই আবিরের গলা জরিয়ে ধরে আর বলে)

"আমাকে তো ভুলেই গিয়েছেন,,,,মনে পড়ে না তাইনা "

(মেয়েটি আর অন্যকেউ না অহনা ছিলো,,,,,, এদিকে অহনার গলার আওয়াজ শুনেই আবির বলে)

আবির - তো আমার রহস্যকন্যার বিজনেস ট্রিপ কেমন গেল? 

(আবিরের কথা শুনে অহনা আবিরের গলা ছেড়ে দিয়ে সামনে এসে আবিরের কোলে বসে আর গলা জরিয়ে ধরে বলে)

অহনা - ভালো,,,, কিন্তু সাথে আরেকটা গুড নিউজ আছে,,,, 

আবির - কি? 

অহনা - সেটা হলো আমার ফ্লাইট সকালেই ল্যান্ড করে আর আমি ফ্লাইট দিয়ে নেমেই যেই বাসায় আসবো তখনই আমার ফোনে হেড কোয়ার্টার দিয়ে কল আসে বললো এখনি যেতে হবে তো সেখানে যাওয়া পর,,,,, 

আবির - যাওয়ার পর কি?

অহনা - আমাকে একটা লেটার দেয়,,,, যেটায় লেখা ছিলো যে,,,,, আমি এখন আর মেজর অহনা না,,,,,

আবির - হোয়াট?  আর এটার তোমার জন্য খুশির খবর! 

অহনা - আরে বাবা এতো হাইপার হচ্ছেন কেন?  আগে পুরো কথাটা শুনুন,,, 

আবির - জ্বি বলেন!

অহনা - হ্যাঁ আমি মেজর অহনা থেকে লেফটেন্যান্ট কর্নেল অহনা হয়ে গিয়েছি,,,,,,

আবির - রিয়্যেলি? 

অহনা - ইয়েস,,,,,,,টুডে আই হেভ গট বিন প্রমোটেড এন্ড নাউ আই এম নট মেজর বাট আই এম বিন লেফটেন্যান্ট কর্নেল ,,,,

ডায়রি Where stories live. Discover now