Writer : syeda raisha abedin ohonaPart - 3
(হঠাৎ অহনার ফোনে একটা কল আসে আর তখনি অহনা বাইরে চলে আসে)
আজমেরি- আরে কোথায় যাচ্ছিস?
অহনা - একটা ইম্পর্টেন্ট কল আসছে তাই আসতেছি।
টিনা - এমন কি ইম্পর্টেন্ট কল যে আমাদের সামনে কথা বলা যাবে না?
অহনা - ভার্সিটি দিয়ে কল আসছে আর এইখানে বসে কথা বললে কিছুই শুনতে পারব না তোদের বকবকানিতে তাই,,,,
( অহনা ফোনে কথা বলতে বলতে বাহিরে চলে যায়)
আন্টি - আয়াত আজকে যেই মেয়েটা এসে আমাকে বাচালো মেয়েটা খুবই ভাল ছিল তাইনা?
আয়াত - হ্যাঁ মা ঠিকি বলেছেন।
আন্টি - ওই মেয়েটাকে যদি আমার আবিরের বউ বানাতে পারতাম ভালই হতো,,,,,
আয়াত - হ্যাঁ মা ভাল না অনেক ভাল হতো কিন্তু আমাদের আবির তো এখন বিয়েই করতে চায় না।
আন্টি - হুমমমম,,,,, ( দীর্ঘঃশ্বাস নিয়ে)
( তখনই বাসায় আবির আর রাফি আসে)
রাফি - কি খবর আন্টি? কেমন আছেন?
আন্টি - আমি ভালই আছি তুইই তো এখন আর বাসায় আসিস না ভুলেই গেছিস আমাদের।
রাফি - আরে না কিযে বল তোমাদের কি ভুলতে পারি নাকি।
আয়াত - রাফি বসো তোমার জন্য চা আনছি।
রাফি - থ্যাংক ইউ ভাবি।
আন্টি - আবির জানিস আজকে একটা মেয়ের সাথে দেখা হয়েছে,,,,
আবির - উফফফফ মা তুমি আবারও শুরু করলা,,,,,তোমাকে বলসি না এখন আমি এসবের জন্য রেডি না।
রাফি - আরে ভাই তুই তোর বাবার মত একজন সাকসেসফুল বিজনেসম্যান তাইলে এখন ও কিসের ওয়েট করতেছিস?
আবির -বললাম না আমি রেডি না বিয়ের জন্যে সো এখন আর বিয়ের কথা বলবা না।
রাফি - কিযে বলিস আমি তো ভাবলাম আজকেই রাজি হবি,,,,
আয়াত - কেন আজকে কি হয়েছে যে আমাদের আবির রাজি হবে ভাবলা?