#diary#62

30 2 0
                                    

#diary

Writer : syeda raisha abedin ohona

Part - 62

(এটা বলেই ফারিয়াল অহনার দিকে তাকিয়ে এক বাকা হাসি দিয়ে দরজা খুলতে যায় আর অহনা ফারিয়ালের এমন কথা শুনে স্তব্দ হয়ে দাঁড়িয়ে থাকে,,,,,,,,, এদিকে ফারিয়াল দরজাটি খোলার সাথে সাথেই আবিরের আম্মু, আয়াত আর জুবিয়া বাসায় চলে আসে এবং জুবিয়া বাসায় এসে ফারিয়াল আর অহনাকে দেখে বলে,,,,)

জুবিয়া - কি ব্যাপার ফারিয়াল তুই কখন আসলি  আর ভাবি তুমিই বা কখন আসলে?

(তখন অহনা কিছু বলার আগেই ফারিয়াল হালকা হেসে অহনার কাধে হাত রেখে বলে যে)

ফারিয়াল - এইমাত্র আমি আর ভাবি একই সাথে বাসায় আসলাম,,,,,,তাইনা ভাবি!

(ফারিয়াল অহনার দিকে তাকিয়ে একটি বাঁকা হাসি দিয়ে কথাটি বলে,,,,,,, তখনও অহনা কিছু না বলে ফারিয়ালের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে আর জুবিয়ার দিকে তাকিয়ে হাল্কা হেসে বলে)

অহনা - হ্যাঁ,,,,,

জুবিয়া - ওওও,,,আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি,,,,

(বলেই জুবিয়া তার রুমে চলে যায়)

ফারিয়াল - ওকে,,,,,

(এদিকে আয়াত ফারিয়ালের অহনার সাথে এতো ফ্রেন্ডলি বিহেইভিয়ার দেখে বলে যে)

আয়াত - আরে বাহ ফারিয়াল দেখি অহনার সাথে ভালোই  ফ্রেন্ডলি হয়ে গিয়েছো,,,,,

ফারিয়াল - আসলে অহনা ভাবি এতোই ভালো যে,,,,, যে কেউই ফ্রেন্ডলি হয়ে যাবে তার সাথে,,,, (অহনার দিকে আড় চোখে তাকিয়ে)

আয়াত - হ্যাঁ এটা ঠিক বলেছ,,, বাই দা ওয়ে তোমরা দুইজনে কি একসাথে কোথাও গিয়েছিলে নাকি যে একসাথে বাসায় আসলে,,,,, কারন অহনা তো সকালে সবার আগে অফিসে যায় আর তার পর তুমি,,,,, তাহলে একসাথে আসলে কিভাবে বুঝলাম না,,,,, 

ফারিয়াল - আরে না আয়াত ভাবি,,,, বাসার নিচে এসে একসাথে দেখা হলো,,,, 

আয়াত - ওওও আচ্ছা,,,,

(এদিকে আয়াত অহনাকে কিছুটা চুপচাপ আর চিন্তুিত দেখে বলে যে)

আয়াত - অহনা তুমি কি ঠিক আছো?  এমন চুপচাপ কেন?  আর মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তা করছো,,,,,?

ডায়রি Where stories live. Discover now