Writer : syeda raisha abedin ohonaPart - 39
( এরপর সবাই রাতে ডিনার করে যে যার রুমে এসে ঘুমিয়ে পরে আর অহনাও তার রুমে এসে আজকে আবিরের বলা কথাগুলা ভাবতে ভাবতে ঘুমিয়ে পরে,,,,,,পরেরদিন সকালে উঠে অহনা তার অফিসিয়াল ইউনিফর্ম পরে নিচে আসে আর সবার সাথে নাস্তা করতে বসে,,,,,,,,, অহনা নাস্তার টেবিলের একদম প্রথম চেয়ারে বসে যেটা তার নিজের চেয়ার,,,,,,এরপাশে আবির আর আবিরের পাশে রাফি,,,, আর তাদের সামনে আজমেরি, সুপ্তি, টিনা, ঊর্মি বসে আর এরপরে বাকি সবাই বসে,,,,,)
সুপ্তি - আজকের নাস্তার টেবিলে আমাদের স্পেশাল গেস্ট মেজর অহনা,,,,,
অহনা - এই চুপ কর এসব ফালতু কথা,,,, বাই দা ওয়ে আজমেরি আর ঊর্মি তোরা হেড কোয়ার্টার কখন যাবি?
আজমেরি - এইতো দুপুরের পরে কারন এখন তো আমাদের কাজ নেই এখন তোকে যাওয়া লাগবে,,,,
অহনা - হুম,,,,,
(অহনা নিউজপেপার পরতেছে আর সবার সাথে কথা বলতে থাকে,,,,আর তখনই তিন্নি নাস্তা সার্ভ করতে আসলে অহনা নিউজপেপার রেখে নাস্তা করতে থাকে আর আবির নাস্তা করার সময় আড় চোখে অহনাকে দেখতে থাকে,,,,)
অহনা - আবির!
(অহনা হটাৎ ডাক দাওয়ায় আবির কিছুটা হকচকিয়ে যায়)
আবির - হুম বলো,,,,,
অহনা - আপনার আম্মু, আব্বু, ভাই, ভাবি, আলিফ আর রাফির আম্মু, আব্বু তারা আজকে কখন আসবে?
আবির - তাদের আসতে সন্ধ্যা হবে,,,,
অহনা - ওহ,,,, কিন্তু তারা দুইদিন আগে হটাৎ ঢাকা গেলো কেন?
আবির - আব্বুর অফিসিয়াল কিছু কাজ ছিলো তাই ভাই আর আব্বু গিয়েছে আর আম্মু আর ভাবি আমার মামার বাসায় গিয়েছে মামা হটাৎ অসুস্থ হওয়ায় তাই আলিফকেও নিয়ে গেলো যে একা থাকবে কিভাবে তাই,,,,,
অহনা - ওহ,,,, আর রাফি তোমার আম্মু আব্বু?
রাফি - আব্বুও সেম অফিসিয়াল রিজনে গিয়েছে একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট সাইন করার কথা ছিলো,,, তাই,,,,আব্বু অন্য কাউকে দিয়ে করার চেস্টা করায় কিন্তু ইম্পর্টেন্ট হওয়ায় আব্বুকেই যাওয়া লাগলো আর আব্বু আম্মুকে ছাড়া কোথাও যাহ না তাই আম্মুকে নিয়ে গিয়েছে,,,,,