#diary#32

34 0 0
                                    


Writer : syeda raisha abedin ohona

Part - 32

(বলেই অহনা হাসতে থাকে আর আবিরও অপলক নয়নে তার রহস্যকন্যার হাসি দেখতেছিলো,,,,,,তারপর আবির অহনার হাত ব্যান্ডেজ করে অহনাকে ঘুমাতে বলে আবির নিজের রুমে এসে ফ্রেশ হয়ে অহনার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পরে আর এদিকে অহনাও ফ্রেশ হয়ে ঘুমাতে যায় আর ভাবতে থাকে কিভাবে এই সাহিলকে শাস্তি দিবে এসবের জন্য,,,, এদিকে অনেক সকালবেলা সাহিল আর সামিরা কাজে বাহিরে চলে যায় আর এতো সকালে যায় যে তখন কেউ ঘুম দিয়েও উঠে নি,,,, এদিকে সাহিল আর সামিরা বাসা দিয়ে যাওয়ার কিছুক্ষণ পর গুলির আওয়াজ পায় আর ওই গুলির আওয়াজেই সবার ঘুম ভাঙে,,,,,,,,,আর গুলির আওয়াজ অহনার বাসার পিছন সাইডের বাগান দিয়ে আসে সবাই সেই গুলির আওয়াজ অনুযায়ী সেখানে গিয়ে দেখে অহনা সব গার্ডসদের দার করিয়ে রেখেছে আর কতগুলা গার্ডসকে ওলরেডি মেরে ফালিয়ে রেখেছে,,,,,,,এসব দেখে সবাই ওইখানে গেলে,,,,,, অহনা পিছনে তাকিয়ে দেখে যে সবাই সেখানে এসেছে,,,,,

অহনা - আই এম সরি সকাল সকাল সবার ঘুম ভাঙিয়ে দাওয়ার জন্য,,,,,,,,,

আবির - কি বেপার অহনা এদেরকে এইভাবে মারতেছো কেন?

(আবিরের জিজ্ঞেস করার পর সবাই একই কথা বলা শুরু করলে সবাইকে চুপ হতে বলে,,,,,,,)

অহনা - কেন মারছি সেটা পরে বলতেছি কিন্তু আগে আপনারা এইখান থেকে যান গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করেন আমি আসতেছি,,,,,

সুপ্তি - আমরা কেউই যাবো না যতক্ষণ না উত্তর পাচ্ছি,,,,,

অহনা - আচ্ছা বলছি,,, কিন্তু বাসার সবাই আসলো সাহিল আর সামিরা কই? ওরা কি এতোই ঘুমে মগ্ন যে এই গুলির আওয়াজও ওদের কানে যায় নি!

তিন্নি - তারা দুইজনের কেউই বাসায় নেই অনেক সকাল সকাল বাহিরে গিয়েছে,,,,,

অহনা - তাই!

তিন্নি - হম,,,

অহনা - ওহ,,,,,,

(এরপর অহনা আর কারো উত্তর না দিয়ে এক এক জন গার্ডসদের এন্ট্রি স্লিপ চেক করছে আর শ্যুট করছে আর এদিকে আজমেরি আর ঊর্মি অহনার চোখে এক অন্য রকম প্রতিশোধের চাহনি দেখতে পাচ্ছে,,,,,একে একে সবাইকে মারার পর সবার শেষে একজন বাকি থাকে অহনা তার এন্ট্রি স্লিপটা চেক করে লোকটার দিকে অনেক্ষন স্থির চাহনিতে তাকিয়ে থেকে কিছুক্ষন পর শ্যুট করে দেয় আর লোকটি সাথে সাথে ওইখানে পরে মারা যায়,,,,,, এসব গার্ডসদের মারার পর অহনা কয়েকজন গার্ডসদের ডাকে)

ডায়রি Where stories live. Discover now