Writer : syeda raisha abedin ohonaPart - 46
(এসব বলেই অহনা তার রুমে চলে আসে আর রাতে ডিনার করে অফিসের কিছু কাজ করে ঘুমাতে যায়,,,,,,,,,এদিকে বাসায় সবাই বিয়ের প্রিপারেশন নিতে থাকে,,,, অহনার এংগেজমেন্টের আগেরদিন রাতে অহনা তার অফিসের কাজ সেরে ঘুমাতে যায়,,,,,অহনা ঘুমানোর কতক্ষন পর অহনার ফোনে কল আসে আর অহনা ফোনে নাম্বার চেক না করেই ঘুম ঘুম ভাব নিয়ে ফোন ধরে,,,,)
অহনা - হ্যালো ,,,,,,,,,,,
(এদিকে ফোনের অপর পাশ দিয়ে আবির অহনার ঘুম ঘুম ভাব নিয়ে কথা বলা শুনে মুচকি হাসে)
আবির - ডিস্ট্রাব করলাম নাকি রহস্য কন্যা?
(রহস্য কন্যা নাম শুনে যেন এক মুহুর্তেই অহনার সব ঘুম উধাও হয়ে যায় আর অহনা সাথে সাথেই উঠে বসে ফোনের নাম্বার চেক করে দেখে আবির)
অহনা - আবির! আপনি এতো রাতে ফোন দিলেন যে সব ঠিক আছে তো?
আবির - কেন কোন কিছু ঠিক না থাকলেই কি আমি ফোন দেই? এমনিতেই দেই না নাকি?
অহনা - আসলে আমি সেটা বুঝাতে চাই নি,,,,
আবির - তো কি বুঝাতে চেয়েছেন আপনি?
অহনা - আপনি এই এতো রাতে কল দিলেন প্রায় রাত ৩:০০ টার মতো বাজে তাই ভাবলাম হয়তো কিছু জরুরি ছিলো তাই,,,
আবির - না তেমন কিছুই না এমনি কথা বলতে ফোন দিয়েছিলাম,,,,
(আবিরের কথা শুনে অহনা ফোনের দিকে তাকায়)
অহনা - এই ছেলের মাথা গিয়েছে মনে হয়,,,,
(এসব অহনা নিজেই মনে মনে বলতে থাকে এদিকে আবির ফোনে হ্যালো হ্যালো করতে থাকে এরপর অহনা আবার ফোন কানে নিয়ে বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দারায়,,,,,,,)
অহনা - হুম বলেন,,,
আবির - কোথায় ছিলে এতক্ষন?
অহনা - কোথায় থাকবো এতো রাতে আমার বাসায়ই আছি,,,,,
আবির - আমি সেটা বুঝাই নি,,,,, বললাম হটাৎ চুপ করে ছিলে কেন?
অহনা - আসলে এতক্ষন আমি আমার রুমে ছিলাম আর এখন বারান্দায় দারিয়ে আছি তাই রুম থেকে বারান্দায় আসার সময়টুকু চুপ ছিলাম,,,,