#diary#26

44 0 0
                                    


Writer : syeda raisha abedin ohona

Part - 26

( তারপর অহনার কথা ভাবতে ভাবতে আবিরও ঘুমিয়ে পরে,,,,,পরেরদিন অনেক সকালে অহনার ফোনে একটা কল আসে আর অহনা ঘুমের মধ্যেই কল রিসিভ করে)

অহনা - হুম,,,,,হ্যালো!

ফোনের লোক - গুড মর্নিং ম্যাম,,,,

অহনা - হুম মর্নিং,,,, এতো সকালে ফোন কেন করেছেন সেটা আগে বলেন,,,,,,

ফোনের লোক - আসলে ম্যাম ওই এক্স আর্মি অফিসারদের কিছু ইনফরমেশন পাওয়া গেছে,,,,

(লোকটির কথা শুনে অহনা ঘুম দিয়ে উঠে বসে)

অহনা - আপনি সিউর তো?

ফোনের লোক - ইয়েস ম্যাম।

অহনা - ঠিকানা দিন,,,,,

(তারপর অহনা উঠে ওই এক্স আর্ম অফিসারদের কিছু ইনফরমেশন পেলে সকাল সকাল এই সেইখানে যায়,,,,,,,যাওয়ার সময় তিন্নির সাথে দেখা হয়)

তিন্নি - আরে আপু কোথায় যাচ্ছেন?

অহনা - শুন কিছু কাজে বাহিরে যাচ্ছি আর কাউকে এই ঠিকানা বলিস না কিন্তু,,,, কাউকেই না,,,,

তিন্নি - ওকে কিন্তু নাস্তা তো করে যান,,,

অহনা - না নাস্তা করবো না আমি আসি,,,,

(বলেই অহনা ওইখানে যাওয়ার জন্য বের হয়,,,,,,, এদিকে সারাও ঘুম দিয়ে উঠে অহনার রুমে গেলে অহনাকে পায় না পরে তিন্নির কাছে জানতে পারে যে অহনা কাজে বাহিরে গিয়েছে,,,,, পরে সবাইকে নাস্তা করতে ডাকা হয় আর সবার প্রথমে নাস্তার টেবিলে আসে সাহিল ও পরে আসে আবির নাস্তার টেবিলে এসে আবিরের সাথে সাহিলের দেখা হয়)

সাহিল - আবির সরি কালকের বিহেইভিয়ারের জন্য আসলে কালকে একটু টেনশনে ছিলাম তাই হটাৎ করে তোমাকে আমার অফিসিয়াল ফাইল ধরতে দেখে একটু এগ্রেসিভ হয়ে গিয়েছিলাম,,,,, আই এম সরি আবির,,,

আবির - ইটস ওকে,,,, বাই দা ওয়ে তিন্নি অহনা কই?

তিন্নি - আসলে আপু সকাল সকাল অফিসের কাজে বাহিরে গিয়েছে,,,,,

আবির - ওহ

(তারপর সবাই নাস্তার টেবিলে আসে আর অহনার সাথে দেখা না হওয়ায় মন খারাপ হয়ে যায় সারার)

ডায়রি Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ