#diary#31

45 0 0
                                    


Writer : syeda raisha abedin ohona

Part - 31

(তারপর আজমেরি, ঊর্মি আর আবির অহনার পিছনে পিছনে যায়,,,,,,,,,,এদিকে অহনা হাই স্পিডে গাড়ি চালাতে থাকে আর চোখ গুলো লাল ছিলো,,,,,, অহনা গাড়ি চালিয়ে এক উঁচু পাহাড়ের চুড়ায় নিয়ে গাড়ি থামায় আর চুড়ার এত সামনে অহনা গাড়ি ব্রেক করে যে আর একটু সামনে গেলেই গাড়িটি ওই পাহাড়ের চুড়া থেকে পরে যেত,,,,,,,, অহনা গাড়ি ব্রেক করে যেন রাগে আর কষ্টে কাপতে থাকে,,,,, এদিকে পিছনে আজমেরিরা আসতে থাকে,,,,,,,,)

আবির - এটা তো পাহাড়ের চুড়ার দিকের রাস্তা,,,,

আজমেরি - হুম,,,,,

আবির - তুমি সিউর অহনা ওইখানে যাচ্ছে?

আজমেরি - হ্যাঁ

(এদিকে আবির পাহাড়ের চুড়ার সামনে আসলেই আজমেরি আবিরকে গাড়ি থামাতে বলে)

আবির - এইখানে কেন থামাবো?

আজমেরি - কারন আমারা কেউই অহনার সামনে যাবো না তাই,,,,,

আবির - আর ইউ সিরিয়াস?

আজমেরি - ইয়া,,,,

আবির - কিন্তু অহনার সামনে যাবো না কেন?

আজমেরি - ওইটা গেলেই বুঝতে পারবে,,,

আবির - ওকে চলো,,,,

(এরপর আবির, আজমেরি আর ঊর্মি গাড়ি থেকে নেমে হেটে আসতে থাকে আর অহনার গাড়ির কাছাকাছি আসতেই আজমেরি আর ঊর্মি এবং আবির খেয়াল করে যে অহনা গাড়ি দিয়ে নামছে,,,,, তখনই আজমেরি আবিরকে আটকায়,,,,,,)

আবির - কি হলো আটকালে কেন?

আজমেরি - আমরা আর সামনে যাবো না এইখানে দারাবো,,,,

আবির - কেন?

আজমেরি -কারন আমরা এখন অহনার সামনে গেলে অহনা আর ওর মনের কস্টগুলা প্রকাশ করবে না,,,,

আবির - মানে,,?

আজমেরি - মানে অহনার মনে কিছু একটা চলছে যা ও কাউকেই বলতে পারতেছে না ভিতরে ভিতরেই কস্ট পাচ্ছে,,,,,, আচ্ছা আবির কখনও অহনার চোখ লাল দেখেছিলে?

আবির - না,,,,

আজমেরি - দেখবেই বা কিভাবে,,,,,,,

ডায়রি Where stories live. Discover now