-তুমি কোথায় ?
সকাল বেলা নিশির এই রকম শীতল কন্ঠস্বর আমার মনে কেমন জানি একটা শীতল অনুভুতির সৃষ্টি করলো !
কিছু কি হয়েছে ?
একটু মনে করার চেষ্টা করলাম !
নাহ ! এমন কিছু তো হওয়ার কথা না ! গত তিন দিন নিশি ঢাকার বাইরে ছিল ! বলতে গেলে একেবারে আউট অব নেটওয়ার্ক ! ঠিক মত কথাও হয় নাই ! ওর এক খালা কার বাসায় বেড়াতে গেছিল ! সেখানে নাকি মোবাইল নেট নাই ! মাঝে মাঝে পাওয়া যায় আবার যায় না !
তাহলে ?
কাল রাতে আমি যতদুর জানি সে বাসায় এসেছে ! ঢাকায় এসেই আমাকে ফোন দিকে জানিয়েছে যে সে এসেছে ! আমি যেন আগামী ১২ ঘন্টা তার কাছে কোন ফোন না দেই ! সে এখন ঘুমাবে !
ঘড়িতে তাকিয়ে দেখি সেই ১২ ঘন্টা পূরন হয়ে এখনও মোটামুটি চার ঘন্টা বাকি আছে । তাহলে ?
এখনই নিশির ফোন দেওয়া কারন কি ?
আমি যথাসম্ভব নমনীয় গলায় বললাম
-কেন বাবু ? কিছু হয়েছে ?
-তোমাকে না বলেছি প্রশ্নের জবাবে প্রশ্ন করবে না !
-সরি !
আমি মোটামুটি নিশ্চিত কিছু একটা হয়েছে ! কিন্তু কি হল ?
আমি বললাম
-আমি তো বাসায় !
-শুনো ! আজ ঠিক বিকেল চারটার ভিতরে ঐ বড় পুকুর পাড়টার কাছে আসবা ! একটু যে দেরি না হয় !
-আচ্ছা ! কিন্তু কি হয়েছে একটু বলবা তো !
-কিছু হয় নাই ! আর ভিতর আমাকে ফোন দিবা না ! ঠিক আছে ?
-আচ্ছা !
আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিশি ফোন রেখে দিল !
আমি এবার সত্যি একটু চিন্তিত হলাম !
মনে মনে একটু খোজ করতে লাগলাম যে কি হয়েছে ?
নিশ্চই নিশির বাসায় কিছু হয়েছে !
যাওয়ার আগে নিশি বলছিল যে ওর খালার নাকি একটা ছেলে আছে । খালার ইচ্ছা যেন তার ছেলের সাথে বিয়ে দেন !
নিশ্চই কিছু হয়েছে ?
এই জন্য নিশির মুড খারাপ !
তবুও মনের ভিতর একটা টেনশন কাজ করছেই ! আমার কেন জানি মনে হচ্ছে কিছু একটা যেন ঠিক হচ্ছে না !
কি ঠিক হচ্ছে না ! আমি কিছু একটা এড়িয়ে যাচ্ছি !
কিন্তু কি এড়িয়ে যাচ্ছি !
বিকেল বেলা রওনা দিলাম নির্দিষ্ট গন্তব্যে ! যদিও বড় পুকুর পাড় টা আমার হল থেকে খুব বেশি দুরে না । খুব বেশি হলে পাঁচ মিনিটের পথ ! আমি তবুও একটু আগেই বের হলাম । না জানি আবার কি জন্য দেরী হয়ে যায় ! ঠিক সময়ের আগেই পোছে গেলাম !
গিয়ে দেখি নিশি এখনও আসে নাই ! আমি পুকুর পাড়ে বসে জলের খেলা দেখতে লাগলাম ! ঠিক তখনই নিশি এসে হাজির !
নিশির মুখ টা একটু গম্ভীর ছিল !
কিছু কি হয়েছে ?
আমি কিছু বলতে যাবো তার আগে নিশির দিকে তাকালাম অবাক হয়ে ! কয়েকদিন পরে ওকে দেখছি এই জন্যই কি না জানি না ওকে কেন জানি খুন সুন্দর লাগছে ! অবশ্য আর একটা কারনও হতে পারে ওকে অনেক দিন পরে টাইটসে দেখছি ! ও খুব একটা ল্যাগিংস পরে না ! আমি পছন্দ করি জেনেও পরে না !
হঠাৎ আজকে পরলো !!
ব্যাপার কি ?
কিন্তু যে কারনেই পরুক না কেন সাদা ল্যাগিংস আর লাল কামিজে ওকে আসলেই পরীর মত সুন্দর লাগছে !
-বাবু তোমাকে তো অনে.......।
-চুপ !
আমি এতো আদর নিয়ে বলতে গেলাম কিন্তু নিশি আমাকে এমন করে ধমক দিলো কেন ?
আমি বললাম
-কি হয়েছে ?
নিশি আমার দিকে তাকিয়ে বলল
-আমি মহিলা কুমির না ?
আমার সারা শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল !
মহিলা কুমির ?
এই কথা নিশি কিভাবে জানলো ?
না ! না ! জানার তো কোন উপায়ই নাই ! আমি তো দুইদিন আগেই সেইটা ডিলিট করে দিয়েছি ! তাহলে ?
আমি একটু হাসার চেষ্টা করলাম । কিন্তু মুখ দিয়ে খুব একটা হাসি বের হল না ! কিন্তু খুব একটা লাভ হল না !
তবুও বললাম
-কি বলছো বাবু ? তুমি মহিলা কুমির কেন হবে ?
-তুমি কি স্টাটাস দিয়েছ ?
-কই ? এমন কিছু তো দেই নি ! তুমি তো জানোই আমি গল্প টল্প লিখি টুকটাক ! আর তো কিছু না ! মহিলা কুমির মানে কি ?
-আর কিছু না ? এইটা কি ?
এই বলে নিশি আমাকে একটা প্রিন্ট করা কাগজ বের করে দিল ! এটা আর কিছু না নিশি যেদিন ওর খালার বাসায় গিয়ে ছিল সেদিন দেওয়া আমার একটা স্টাটাসের প্রিন্ট কপি !
আমি একটু ঢোক গিলে বললাম
-এটা তুমি কোথায় পেলে ?
-কোথায় পেলাম সেটা তো বড় কথা না ! তুমি বল এটা তুমি কি লিখেছ ?
আমার স্টাটাস টা ছিল:
বিয়ে না করেও বিবাহ সম্পর্কিত উপলদ্ধি : সকল বিবাহ যোগ্য কন্যকে বিবাহ করিবে, এমনি কি অন্যের গার্লফ্রেন্ডকেও নির্দ্বিধায় বিবাহ করিবে কিন্তু খবরদার, ভুল করিয়াও নিজের গার্লফ্রেন্ডকে বিবাহ করিবে না !
আর যদি খাল কাটিয়া মহিলা কুমির আনতে ইচ্ছুক থাকো তাহা হইলে নিজের জিএফকে বিবাহ করিতে পারো !
YOU ARE READING
বুক পকেটের গল্পরা (ভলিউম ০৩)
Short Storyব্লগে গল্প লিখছি সেই ২০১১ সাল থেকে । অনেক গল্প সেখানে জমা হয়ে গেছে । সেই গল্প গুলোই আস্তে আস্তে এখানে এনে জমা করা হচ্ছে । দুইটা ভলিউম এর আগে প্রকাশ হয়েছে ।