দরজা খুলে দেখি নিশির আব্বা দরজার সামনে দাড়িয়ে । তার পিছনে আরও কয়েকজন লোকজন দাড়িয়ে আছে । সবার মুখ খানিকটা থমথমে । এরা এখানে কি চায় ঠিক বুঝলাম না । উনি কি আমার সাথে দেখা করতে এসেছেন নাকি আমার বাবার কাছে নালিশ করতে এসেছেন কে জানে ?
অবশ্য আমার সাথে দেখা করার কোন কারন নেই । আমার বাবার কাছেই কোন না কোন বিষয়ে অভিযোগ করতে এসেছে । এই লোকের আর কি বা কাজ ?
আমি দরজা ছেড়ে তাকে ভেতরে যাবার জন্য জায়গা করে দিতেই সে আমার দিকে তাকিয়ে কঠিন গলায় বলল
-নিশি কোথায় ?
আমি আকাশ থেকে পড়ার ভঙ্গি করে বললাম
-নিশি কোথায় মানে ? আমি তার কি জানি ?
-দেখো ছোকড়া, ভাল ভাবে বলছি নিশি কোথায় সরাসরি বলে দাও, নয়তো ভাল হবে না বলছি ।
চিৎকার চেঁচামিচি শুনে বাবা বের হয় এলেন । আমার দিকে একবার তারপর নিশির বাবার দিকে একবার তাকিয়ে বললেন
-কি ব্যাপার আতাহার সাহেব । কি সমস্যা ?
-আপনার ছেলে আমার মেয়েকে কিডন্যাপ করেছে ?
কিডন্যাপ কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম । বাবার দিকে তাকিয়ে দেখি তার মুখ হাসি হাসি । তিনি নিশির বাবার দিকে তাকিয়ে বলল
-আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে । আমার ছেলের চেহারা দেখে কি মনে হচ্ছে এই ছেলে কাউকে কিডন্যাপ করতে পারে ?
আমি চেহারায় একটা ভাল মানুষী ভাব এনে নিশির বাবার দিকে তাকালাম ।
নিশির বাবার মুখের কাঠিন্য বিন্দু মাত্র কমলো না । বরং আরও বাড়লো একটু । তিনি বললেন
-আমি জানি কাজটা ঐ করেছে ।
বাবা বললেন
-দেখুন আতাহার সাহেব গত দিন আপনি বলেছিলেন আমার ছেলে নাকি আপনার মেয়েকে পথে ঘাটে ডিস্টার্ব করে । পরে খোজ নিয়ে জেনেছি নিশি ওর সাথে বসে বসে ফুচকা খাচ্ছিল । তবুও আপনি চান না বলে আমি আমার ছেলেকে শাসন করেছি । সে আর আপনার মেয়ের সাথে যোগাযোগ করার কোন চেষ্টা করে নি । এমন কি গত সপ্তাহের পরে সে একটা বারের জন্য বাইরে বের হয় নাই । আর আপনি বলছেন আমার ছেলে আপনার মেয়েকে কিডন্যাপ করেছে ।
YOU ARE READING
বুক পকেটের গল্পরা (ভলিউম ০৩)
Short Storyব্লগে গল্প লিখছি সেই ২০১১ সাল থেকে । অনেক গল্প সেখানে জমা হয়ে গেছে । সেই গল্প গুলোই আস্তে আস্তে এখানে এনে জমা করা হচ্ছে । দুইটা ভলিউম এর আগে প্রকাশ হয়েছে ।