বিবাহ এবং বিবাহ পরবর্তি ঘটনা সমূহ (নুসাবা পর্ব)

1.1K 31 1
                                    

এক

-আজকে বাসায় আসো ।

-এখন ?

ঘুম থেকে আমার উঠতে বরাবরই দেরি হয়। অবশ্য কোন কাজ না থাকলে যা হয় আর কি । আমি অনেক কষ্টে চোখ মেলে ঘড়ির দিকে তাকালাম । সবে মাত্র দশটার মত বাজে । আমার জন্য এটা তো ভোর বেলা । এই সময় কারো ফোন পেলে আমি বড় বিরক্ত হই । কিন্তু নুসাবার ফোনকে উপেক্ষা করার কোন উপায় নেই । নিজের সংসারেকে সেধে যুদ্ধক্ষেত্র বানাতে চায় বলেন ।

আমি ঘুম যথাসম্ভব কাটানোর চেষ্টা করে বললাম

-এখন ? তুমি বাসায় কেন ? অফিসে যাবা না ?

-নাহ । আজকে ঠিক করেছি যাবো না ।

-সে কি । শরীর খারাপ নাকি ?

-ঐ রকমই কিছু মনে কর । যাই হোক । আমি বুঝতে পারছি তোমার ঘুম আসছে কিন্তু কিছু করার নেই । এখনই ঘুম কাটিয়ে ওঠ । গোসল করে তৈরি হও । তারপর বাসায় আসো ।

আমি কিছুই বুঝতে পারলাম না । নুসাবার মতিগতি আমি তেমন কিছুই বুঝলাম না । অবশ্য মেয়েটাকে আমি কোন ভাবেই বুঝতে পারি না । পারার কথাও নয় । কখন যে কি করে তার কোন ধারনা নেই ।

আমি বললাম

-তোমার বাবা বাসায় নেই ?

-এই বদ ছেলে । তোমার বাবা কি কথা ? আমার বাবা তোমার কি হয় শুনি ?

আমি মনে মনে হাসি । মেয়েটা প্রত্যেকবার এই একই কথা বলে । কিন্তু আমি যেমন জানি নুসাবার বাবা কিছুতেই আমাকে তার মেয়ের জামাই হিসাবে মেনে নিতে পারে নি আমিও কেন জানি ঠিক মত তাকে শ্বশুর মশাই বলে মেনে নিতে পারি নি । যাই হোক সেই দিকে না যাই । আমি তাড়াতাড়ি বললাম

-শ্বশুর মশাই বাসায় নেই ?

-আছে ।

-তাহলে ? তবুও আসবো ?

-মানে কি ? তুমি এমন ভাবে বলছো যেন তুমি আমার বয়ফ্রেন্ড । বাবা বাসায় নেই এই জন্য তোমাকে চুপিচুপি আসতে বলছি ?

শেষের লাইন গুলো শুনেই মনে হল নুসাবা যেন খুব মজা পাচ্ছে । আমি বললাম

-চিন্তা নেই ম্যাডাম । আমি এক্ষুনি হাজির হচ্ছি ।

-এক্ষুনি আসতে হতে হবে না । আগে ভাল করে গোসল করবে । আর একটু ভাল পোষাক পরে এস প্লিজ । কেমন ।

বুক পকেটের গল্পরা (ভলিউম ০৩)Donde viven las historias. Descúbrelo ahora