থিউরী মতে মেয়েটি আমাকে ভালবাসে না!

1.1K 27 0
                                    

-হাই ।
-হাই ।
-কি ব্যাপার কদিন থেকে তোমার যে কোন খোজ খবর নাই যে ।

অদ্রি সরাসরি আমার সাথে খুব একটা কথা বলে না সাধারনত । ক্লাস রুমে দেখা হয় চোখাচোখি হয় এই পর্যন্তই । কথা হয় কম তাও মাঝে মধ্যে । ওর সাথে বন্ধুত্বটা ফেসবুকেই বেশি । স্টাটাস ফটোতে লাইক কমেন্ট চালাচালি হয় নিয়মিত । ইনবক্সেও কথা হয় ।

আমি অদ্রির কথা শুনে মৃদু একটু হাসলাম ।
মনে মনে বললাম সুত্র মতে এখন খুব বেশি আগ্রহ দেখানো যাবে না । একটু খাপছাড়া ভাব দেখাতে হবে । আর অদ্রির আচরন পর্যবেক্ষন করতে হবে । সঠিক ফলাফল জানতে সঠিক ভাবে সুত্র পালন করতে হবে ।
-হ্যালো ?
অদ্রির কথা শুনে আমি যেন আবার বাস্তবে ফিরে এলাম ।
-হ্যা । কি যেন বললা ?
এমন একটা ভাব যেন অদ্রির কথা আমার কান দিয়ে যায়ই নাই । অদ্রি বলল
-তুমি কি খুব বিজি ?
-এই একটু বিজি আর কি !
-ও । ভার্সিটির কোন কাজে ?
-উমম । না ভার্সিটির কোন কাজে না ।
-বাসার ?
অদ্রির চোখে মুখে স্পষ্ট কৌতুহল দেখতে পাচ্ছি । এটা কি নতুন ? কি জানি ?
অবশ্য আগে ক্লাসে প্রায়ই অদ্রির সাথে চোখাচোখি হত । প্রতিবারই আমার এমন মনে হয়েছে যেন অদ্রির আমার ব্যাপারে একটা কৌতুহল আছে । কিন্তু কি যেন একটা সংকোচের কারনে আমাকে বলতে পারছে না ।
আমার এখন এখান থেকে চলে যেতে হবে । থিউরী অনুযায়ী অন্তত কটা দিন অদ্রির কাছ থেকে দুরে থাকতে হবে ।
-আচ্ছা অদ্রি আমি এখন যাই । ক্লাস তো হবে না । না ?
-নাহ । হবে না ।
-আচ্ছা যাই ?
-অপু !
-হুম ।
-তুমি কি যেন বলবে বলছিলা ?
এই তো মেয়ে লাইনে এসেছে ।
হে হে হে ।
মাহবুব ভাইয়ের সুত্র কাজে দিতেছে মনে হচ্ছে ।
-কি কথা ?
এমন একটা ভাব যেন আমার কিছু মনেই নেই । অদ্রি বলল
-না মানে ঐ দিন তোমার স্টাটাসে আমাকে মেনশন করে বললে না জরুরী কথা আছে ।
-ও । হ্যা ।
আমি মনে করলাম আবার কি জরুরী কথা ।
-ঘন্টা খানেক পরেই তোমাকে ইনবক্স করেছিলাম । তুমি আর কোন রিপ্লে দাও নি ।
-আসলে একটু বিজি আছি তো ।
অদ্রির মুখ দেখে মনে হল ও একটু হতাশ হল আমার কথা শুনে ।
-আচ্ছা ফ্রী হলে বল কেমন ?
-আচ্ছা !
আমার যদিও আরও কিছুটা সময় থাকতে ইচ্ছা করছিল কিন্তু থিউরি মতে এখন দুরুত্ব সৃষ্টি করতে হবে । দুরে দুরে থাকতে হবে । তবেই মনের কথা বোঝা যায় । আমি বিদায় নিয়ে চলে এলাম ।

বুক পকেটের গল্পরা (ভলিউম ০৩)Where stories live. Discover now