নাবিলা একজন একজন 'অ' সম্বলিত মানুষ । 'অ' দিয়ে গঠিত অমনযোগী, অশান্ত, অস্থির, অর্ধপাগল ইত্যাদি কতিপয় শব্দের সাথে নাবিলার খুব ভালো মিল রয়েছে । আসলে এরা নাবিলারই একটা অংশ ।
নাবিলা মোটেও একজন যুক্তিবাদী মানুষ না । কোনো কিছুতেই যুক্তি দেখাতে পারে না । আর কেউ একজন যুক্তি দেখালে বিরক্ত চোখে তার দিকে তাকিয়ে ভাবতে থাকে মানুষ গুলো কেন যুক্তি দেখায় । যুক্তি মত কাজ করবে রোবট । মানুষ কেন যুক্তি দিয়ে চলবে । আশ্চার্য ।
কিন্তু এখন সামনে বসা মানুষটাকে নাবিলার মোটেই বিরক্ত লাগছে না । যদিও মানুষটা বেশ কিছুক্ষন ধরে নাবিলাকে বিভিন্ন যুক্তি দেখানোর চেষ্টা করছে, তবুও নাবিলা তার দিকে তাকিয় আছে । খুব যে বেশি কিছু শুনছে সেটা কিন্তু না । কিন্তু এমন একটা ভাব করে আছে যেন খুবই মনযোগী শ্রোতা সে । তাকে যেটাই বলা হবে সে সেইটা মন দিয়ে শুনবে ।
-এই ।
-হুম ।
-তুই শুনছিস ?
-হুম । হুম । শুনছি তো । অবশ্যই শুনছি । আপনি একটা কথা বলবেন আর আমি শুনবো না এটা কি হয় নাকি । তারপর বলেন ?
আবীর কিছুক্ষন তাকিয়ে রইলো নাবিলার দিকে । মেয়েটার মতি গতি ইদানিং কেমন যেন হয়ে গেছে । কেমন যেন উল্টাপাল্টা আচরন করছে । বলল
-কিন্তু আমার তো মনে হচ্ছে না যে তুই মন দিয়ে শুনছিস না ।
-জি । আপনি ঠিকই ধরেছেন । আপনার কথা আমি শুনছি না । আপনি এতো কথা বলতে পারেন, না ? আপনার গার্লফ্রেন্ড আপনাকে সহ্য করে কিভাবে বলেন তো । আমি আপনার গার্লফ্রেন্ড হলে ..।
নাবিলা কথা টা শেষ করলো না ।
নাবিলা সকাল বেলা আবীর ভাইয়াকে ফোন করে এখানে নিয়ে এসেছে । কেন নিয়ে এসেছে সে নিজেই জানে না । বাড়ি থেকে কিছু প্লান করে বের হয় নি । তবে এখন কিছু একটা পাগলামো করতে মন চাইছে । এবং নাবিলা নিশ্চিত ভাবেই জানে নাবিলা যে পাগলামিই করতে চাইবে কি না তার সামনে বসা এই মানুষটিও তাই করবে । এইজন্য এই পাগলা টাইপের মানুষটাকে এতো পছন্দ ।
BẠN ĐANG ĐỌC
বুক পকেটের গল্পরা (ভলিউম ০৩)
Truyện Ngắnব্লগে গল্প লিখছি সেই ২০১১ সাল থেকে । অনেক গল্প সেখানে জমা হয়ে গেছে । সেই গল্প গুলোই আস্তে আস্তে এখানে এনে জমা করা হচ্ছে । দুইটা ভলিউম এর আগে প্রকাশ হয়েছে ।