একটি দুঃস্বপ্ন এবং একটি বিবাহের ইতি কথা

908 30 1
                                    

-আজকে তোর বাবা তোর পাশে ঘুমাক ?

আমি পিসিতে একটা মুভি দেখবো ভাবছিলাম । খুজতেছিলাম কোন মুভিটা দেখা যায়, তখনই মা রুমে এসে কথাটা বলল । আমি বললাম

-কিসের জন্য ?

-এমন করে কেন বলছিস ?

-না মা । কোন লাভ তো হচ্ছে না । লাভ হলে আমি তো নিজেই বলতাম ।

-কিন্তু তাই বলে এমন করবি ? না ঘুমিয়ে থাকবি ?

মায়ের চেহারা দেখে মনে হল মা একটু কষ্টেই আছে ।

কষ্টে কেন থাকবে না ?

একমাত্র ছেলে যদি রাতের বেলা ঠিক মত ঘুমাতে না পারে তাহলে যে কোন মা বাবাই কষ্টে থাকবে ।

মা বলল

-কাল একবার যাবি ?

-কোথায় যাবো ?

-তোকে বলেছিলাম না, দরবার বাড়ির পীর সাহেবের কাছে ।

-কোন লাভ হবে না মা । এর আগেও তো গেছি । কোন কিছুই হয় নি ।

-এবার হবে । উনি খুব কামেল মানুষ । একটা কিছু ঠিকই বের করে ফেলবে ।

আমি অনিচ্ছা সত্তেও বললাম

-আচ্ছা দেখা যাবে । যাও তো এখন । আমি মুভি দেখবো ।

মা যাওয়ার সময় আমার মাথায় দোয়া পড়ে ফু দিয়ে গেলেন । তারপর বললেন

-কিছু হলেই ডাক দিবি । আমি আছি তোর পাশেই । আর দরজা বন্ধ করবি না ।

-আচ্ছা মা ।

মা চলে গেল । একবার মনে হল মাকে বলি বাবাকে পাঠিয়ে দিতে । কিন্তু বললাম না । এতো বড় ছেলে যদি বাবা-মায়ের সাথে ঘুমায় তাহলে মানুষ শুনলে কি বলবে । আমার বন্ধুরা শুনলে তো হাসাহাসি করবে ।

অবশ্য হাসাহাসি করারই কথা ।

এই যুগে কেউ যদি শুনে আমি রাতের বেলা একা একা ঘুমাতে ভয় পাই তাও আবার ভুতের ভয় তাহলে মানুষ জন কি বলবে ?

অবশ্য ঠিক ভুতের ভয় না ।

আমি পিসির দিকে মন দেই । সুমন কাছ থেকে গতকাল বেশ কিছু মুভি নিয়ে এসেছি । দেখা যাক আজকে কোন টা দেখা যায় ।

বুক পকেটের গল্পরা (ভলিউম ০৩)Where stories live. Discover now