2

3K 97 1
                                    

২.

মেঘালয় ওর বন্ধুরা সহ দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। এদিকে সিএনজি আসেনা, সিএনজির জন্য মেইন রোডে যেতে হবে। এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে বন্ধু পূর্ব'র জন্য।

এমন সময় দেখতে পেলো একটা মেয়ে খুব জোরে ছুটতে ছুটতে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ে জোরে জোরে হাফাতে লাগলো। মেয়েটি কয়েকবার জোরে শ্বাস নিতে নিতেই অজ্ঞান হয়ে রাস্তার উপর ধপ করে পড়ে গেলো। চোখের সামনে এমন ঘটনা দেখে চোখ ছানাবড়া হয়ে গেলো ওদের সবার। মেয়েটির দৌড়ের গতি দেখে মনেহচ্ছিলো সে কোনো ভয়াবহ বিপদ থেকে মুক্তির জন্য ছুটছে, চোখেমুখেও সাংঘাতিক ভয়ের চিহ্ন স্পষ্ট। মেয়েটি রাস্তার উপর পড়ে গিয়ে আর একটু নড়াচড়াও করছে না, জ্ঞান হারিয়ে ফেলেছে। ওরা সবাই ছুটে মেয়েটির কাছে এসে দাঁড়ালো। সকলে উপুড় হয়ে চোখ বড় বড় করে দেখতে লাগলো সদ্য কৈশোর পেড়িয়ে তারুণ্যে পা দেয়া মেয়েটির দিকে। চেহারায় লাবণ্য আর মায়া যতটা আছে তারচেয়ে দূরন্তপনাই বোধহয় বেশি। দেখেই মনেহচ্ছে ঝরনার মত উচ্ছল একটি মেয়ে। ওরা সবাই একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো।

মেঘালয় ব্যাগ থেকে পানির বোতল বের করে কয়েকবার ছিটা দিলো মেয়েটির মুখে। কয়েকবার চোখ পিটপিট করেই চোখ মেলে তাকালো মেয়েটি। মুখের উপর এতগুলো ছেলের মুখ দেখে ভয়ে কুঁকড়ে গেলো একেবারে। গলায় একটুও জোড় নেই তবুও চিৎকার করার বৃথা চেষ্টা করতে যাবে এমন সময় দেখলো দুটো মেয়ের মুখও দেখা যাচ্ছে। একটি মেয়ে খুবই সুন্দরী দেখতে। ওর মাধুর্যভরা মুখটা দেখে ভয়টা কেটে গেলো একটু। জোরে জোরে শ্বাস নিতে নিতে চোখ বন্ধ করে ফেললো।

সায়ান বললো, "এই মেয়ে, এভাবে ছুটছো কেন? কি হয়েছে?"

মেয়েটি চোখ মেলে তাকালো সায়ানের দিকে। চোখেমুখে ভয় স্পষ্ট। জোরে শ্বাস নিতে নিতে ঢোক গিললো। কথা বলার মত শক্তিও পাচ্ছেনা। সবাই ফ্যালফ্যাল করে চেয়ে আছে ওর দিকে। প্রত্যেকের চোখে প্রশ্ন, কি হয়েছে?

মেঘালয় মেয়েটির পাশে বসে কানের কাছে কিছু বলতে যেতেই মেয়েটি ভয়ে কেঁপে উঠলো। মেঘালয় বুঝতে পেরেছে সে খুব ভয় পেয়ে এভাবে ছুটছে। তাই ভয় কাটানোর জন্য বললো, "ভয় পেওনা। আমরা তোমার কোনো ক্ষতি করবো না। কি হয়েছে আমাদের বলো?"

হৃদমোহিনী ( সম্পূর্ণ)Where stories live. Discover now