৬৯
ঘুমিয়ে পড়েছে মিশু। মেঘালয় একটা বিষয়ে রিসার্চ করছিলো। হঠাৎ চোখ ঘুরাতেই দেখলো মিশু গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। ল্যাপটপটা বন্ধ করে পাশের টেবিলে রেখে দিলো মেঘালয়। তারপর নিচু হয়ে এগিয়ে এলো মিশুর দিকে৷ মিশুর বাহুতে হাত দিয়ে দেখলো শরীরটা ঠান্ডা হয়ে গেছে। একটা কাঁথা টেনে নিয়ে ভেতরে ঢুকে পড়লো মেঘ। এক হাতে ভর দিয়ে উঁচু হয়ে মিশুর মুখের দিকে তাকিয়ে রইলো হা করে।মিশু গভীর ঘুমে মগ্ন৷ চিবুকের উপর থেকে এক গোছা চুল সরিয়ে মিশুর গলায় মুখ ডুবিয়ে দিলো মেঘালয়। এক স্নিগ্ধতায় ভরা সুগন্ধ মিশে আছে মেয়েটার শরীরে। মিশুর একহাতের উপর নিজের হাত রেখে আঙুলের ফাঁকে আঙুল ঢুকিয়ে দিলো মেঘালয়। তারপর উপুড় হয়ে এসে মিশুর বুকের মাঝখানে মাথা রাখলো। গেঞ্জির উপরেই মাথা ডুবিয়ে দুবার শ্বাস গ্রহণ করতেই চমকে উঠলো মিশু। টের পেলো মেঘালয় আঙুলের মাঝে আঙুল বেঁধে রেখেছে। ও আরেকহাতে মেঘালয়কে বুকে চেপে ধরলো। ঘুমের ঘোরেই বললো, 'আমার কলিজার ভেতরে ঢুকে যাও প্লিজ, কেউ যেন আর আলাদা করতে না পারে।'
মেঘালয় মিশুকে শক্ত করে জাপটে ধরে বললো, 'কেউ আলাদা করবে না পাগলী।'
- 'আমার ভয় হচ্ছে মেঘ, খুব ভয় হচ্ছে।'মেঘালয় বালিশে হেলান দিয়ে শুয়ে পড়লো। মিশুকে বুকের উপর টেনে নিয়ে চুলে হাত বুলাতে বুলাতে বললো, 'ভয় পেওনা। আমিতো আছি সবসময়।'
- 'আমি তোমাকে ছেড়ে দেশের বাইরে চলে যেতে পারবো না মেঘমনি।'
- 'আমিও তোমাকে যেতে দিবো না মিশুমনি।'
- 'আমাকে আগলে রাখো না প্লিজ।'মিশুর মাথাটা বুকে চেপে ধরে চোখ বুজে রইলো মেঘালয়। কিছুক্ষণ পর মিশু বললো, 'আমার খুব পা দুটো ব্যথা করছে।'
- 'সেকি, কেন?'
- 'জানিনা। ব্যথা করছে হঠাৎ।'
- 'কোথায় ব্যথা করছে?'মিশু হাত দিয়ে দেখিয়ে দিলো হাঁটুর নিচে। মেঘালয় মিশুকে শুইয়ে দিয়ে উঠে এসে লাইট নিভিয়ে দিলো। তারপর বিছানায় মিশুর পায়ের কাছে বসে পা টেপার জন্য হাত বাড়ালো। মিশু চমকে উঠে বললো, 'এই কি করছেন আপনি!'
- 'তোমার না পা ব্যথা করছে।'
- 'ধেৎ, সেজন্য টিপে দিতে হবে নাকি। শুয়ে পড়ুন তো।'
- 'চুপচাপ ঘুমাও তুমি। আমি এক্ষুনি ব্যথা সাড়িয়ে দিচ্ছি। তুমি ঘুমিয়ে যাও।'
YOU ARE READING
হৃদমোহিনী ( সম্পূর্ণ)
Adventureমিশু উত্তেজনায় কাঁপছে। কত সুন্দর জীবন দর্শন মেঘালয়ের। সত্যিই নতুন ভাবে নিজেকে আবিষ্কার করতে ইচ্ছে করছে ওর। আসলেই জীবনটা অনেক বেশি সুন্দর। এইযে কত সুন্দর জোৎস্না, চারিদিকে চাঁদের স্নিগ্ধ আলো! রাস্তার দুধারে গাছের সাড়ি, কত সুন্দর সবকিছু! চুল উড়ছে, মনট...