26

1.2K 46 2
                                    

২৬.

সূর্যাস্ত পর্যন্ত সৈকতে কাটিয়ে হোটেলে ফিরলো মেঘালয় ও মিশু। নাস্তা করার পর রুমে এসে মিশু আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখছিলো।

মেঘালয় বিছানায় বসে কিছুক্ষণ তাকিয়ে রইলো মিশুর দিকে। তারপর উঠে এসে আয়নায় হেলান দিয়ে দাঁড়িয়ে বললো, 'তোমাকে কিছু কথা বলার আছে। নেগেটিভ ভাবে নেবে না তো?'

মিশু চমকে উঠে বললো, 'আপনি কি নেগেটিভ ভাবে নেয়ার মত কিছু বলেন নাকি? আপনার উচ্চারিত প্রত্যেকটা বাক্যই তো আমার কাছে শিব খেরার বানী মনেহয়।'

- 'হা হা হা। মিশু সিরিয়াসলি কিছু কথা বলবো। তোমাকে এগুলো বলার এখনই উপযুক্ত সময়।'

- 'হুম বলুন।'

মেঘালয় এগিয়ে এসে মিশুকে ধরে বিছানায় নিয়ে গিয়ে বসালো। তারপর মিশুর মুখোমুখি হয়ে বসে বললো, 'আমার কথাগুলো সহজভাবে নেবে মিশু।

মিশু তীক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে বললো, 'গুরু যেমন তার শিষ্যও তেমন। বলুন না শুনি?'

মেঘালয় একটু থেমে বললো, 'তুমি নিজেকে কতটা স্মার্ট ভাবো?'

একবার মেঘালয়ের চোখের দিকে তাকিয়ে মুহুর্তেই আবারও দৃষ্টি নামিয়ে ফেললো মিশু। এর উত্তর চট করে দেয়া যায়না। অন্য সময়ে হলে মিশু অবশ্যই নিজেকে স্মার্ট বলে দাবি করতো। কিন্তু মেঘালয়ের কাছে স্মার্টনেসের সংজ্ঞা শোনার পর থেকে আর নিজেকে সরাসরি স্মার্ট বলতে পারছে না। একটু চুপ থেকে বললো, 'উহু, আমি ততটা স্মার্ট নই।'

মেঘালয় মুচকি হেসে মিশুর হাতদুটো চেপে ধরে বললো, 'মিশু, আমার সাথে থাকতে হলে যে তোমার নিজেকে একটু বদলাতে হবে।'

চোখ তুলে মেঘালয়ের দিকে তাকালো মিশু। চোখে অজস্র প্রশ্ন। অবাক হয়ে অনেক্ষণ তাকিয়ে থাকার পর বললো, 'নিজেকে বদলাতে হবে?'

মেঘালয় মাথা ঝাঁকিয়ে বললো, 'আমার কথার ভূল অর্থ দাড় করিয়ো না। আগে ভালো করে বোঝো। আমরা সবাই বলি যে, আমরা যেমন আছি সেরকমই থাকবো। যে আমাদেরকে ভালোবাসবে সে এভাবেই ভালোবাসবে। কথাটা একদম সত্যি, কিন্তু তুমি যে লেভেলে আছো সেই লেভেলের কেউই তোমাকে ভালোবাসবে। তোমার চেয়ে একটু উপরের কারো ভালোবাসা পেতে চাইলে তোমাকে অবশ্যই তার মতই হতে হবে। মনে করো, একটা মেয়ে শুধুমাত্র একজন স্টুডেন্ট, স্কুল যায় খায় আর ঘুমায়। তার জীবনে কোনো বিশেষ লক্ষ্য নেই, স্বপ্ন পূরণের তাগিদ নেই। বড় হওয়ার তীব্র ইচ্ছা তার মাঝে নেই। তুমি ঘুমাতে প্রচুর ভালোবাসো। কোন জায়গায় কিরকম কথা বলতে হয় সেই জ্ঞানটাও তোমার নেই। তোমাকে এমন একজন ছেলেই ভালোবাসবে যার নিজেরও জীবনে সেরকম কিছু করার স্বপ্ন নেই। কিন্তু যে ছেলেটা আজীবন নিজেকে গড়ে তুলেছে, লড়াই করেছে, প্রত্যেকটা স্বপ্ন দৃঢ়তার সাথে পূরণ করেছে সে কি এরকম একটি মেয়েকে ভালোবাসবে? কখনোই না। সে সবসময়ই চাইবে তার লেভেলের একটি মেয়েকে গ্রহণ করতে। বুঝতে পেরেছো?'

হৃদমোহিনী ( সম্পূর্ণ)Where stories live. Discover now