43

1.2K 40 0
                                    

৪৩.

চারদিন কেটে গেছে। মিশুর বাবা এসেছেন, আগামীকাল ফ্লাইটে চলে যাবেন মিশুকে নিয়ে। বিয়ের তারিখ ঠিক করা হয়েছে পনের দিন পর। আয়োজন করতে একটু সময় তো লাগবেই। মিশুর মনটা আজ একটু বেশিই খারাপ। চলে যাওয়ার কারণে নয়। মন খারাপ অন্য একটা কারণে। বিয়ের পর থেকে এই কয়েকদিন মেঘালয় ওর শরীরটাকে ইচ্ছেমত ঘেটেছে। এমনকি মিশুও অনেক নতুন কিছু অধ্যায় আবিষ্কার করেছে মেঘালয়ের সম্পর্কে। এখন ও ছেলেদের সম্পর্কে অনেক অজানা তথ্য জানে যা আগে জানা ছিলো না। প্রতিটা রাতেই নতুন ভাবে একটা অন্যরকম জগতে ঘুরিয়ে আনে মেঘালয়। হঠাৎ করেই মিশু বড় হয়ে যাচ্ছে এরকম অনুভব করছে। দাম্পত্য জীবনে সুখী হওয়ার ব্যাপারে যেকেউ জিজ্ঞেস করলে মিশু নিঃসন্দেহে বলবে সে অনেক সুখী মেয়ে। কিন্তু মিশু কিছুতেই শান্তি পাচ্ছেনা। একটা শূন্যতায় ভুগছে সবসময়। এটা কিসের শূন্যতা?

আকাশ আহমেদের আচরণ, ভালোবাসা, কেয়ারনেস সবকিছুই একজন মেয়ের সত্যিকার বাবার মতন। মা ও নিজের মেয়ের মতই গ্রহণ করেছেন মিশুকে। মৌনি যতক্ষণ বাসায় থাকে সবসময়ই চেষ্টা করে মিশুকে গল্পে ব্যস্ত রাখার। স্মার্টনেসের নতুন কিছু সংজ্ঞা মৌনির কাছেই জেনে ফেলেছে মিশু। কিন্তু তবুও কিসের যেন শূন্যতা?

মিশু অনেক ভেবে যে জিনিসটা সবার আগে উপলব্ধি করলো সেটা গভীরভাবে ভাবতে গেলে চোখে জল এসে যাবে। তবুও ভাবতেই হলো মিশুকে। সবচেয়ে কঠিন সত্য হলো, মেঘালয় নিজের দায়িত্ব খুব কঠোরভাবে পালন করলেও, এখনো ওদের দুজনের মধ্যে যে সম্পর্ক সেটা শুধুই একজন স্বামী স্ত্রী'র সম্পর্ক। যেখানে দায়িত্ববোধ আছে, বিশ্বাস আছে, সম্পর্ক আছে কিন্তু ভালোবাসার মত ভালোবাসাটা নেই। মিশু ছোটবেলা থেকেই সবসময় চেয়েছিলো কেউ ওকে পাগলের মত ভালোবাসুক। কিন্তু মেঘালয় এখনো ওকে সেভাবে ভালোবাসছে না। তাহলে কি মেঘালয়ের মাঝে এখনো ওর প্রতি ভালোবাসা তৈরি হয়নি?

মিশু খুব গভীরভাবে ভাবছে। এই কয়েকদিন ধরেই ও বুঝতে পেরেছে এই শূন্যতা টুকু সবসময় ঘিরে রাখে ওকে। মেঘালয় দায়িত্ববোধ সম্পর্কে অত্যধিক সচেতন থাকলেও মন থেকে ভালোবাসছে না। মন থেকে গ্রহণ করতে পারেনি কি তবে? এই একটা প্রশ্নই মাথায় ঘুরপাক খেতে লাগলো মিশুর। অনেক সময় এমন হয় যে, দিনের পর দিন হাসিমুখে সংসার চালিয়ে যায় ঠিকই কিন্তু সবকিছুর আড়ালে ভালোবাসার একটু ফাঁক ফোঁকর থেকেই যায়। কক্সবাজারে গিয়ে অনেক কেয়ারনেস দেখালেও এখন কেবলই মনেহয় মেঘালয় নিজের দায়িত্ববোধ টুকুই মন দিয়ে পালন করে। কিন্তু ভালোবাসা? প্রত্যেকটা মনই যে ভালোবাসার কাঙাল। কেউ স্বীকার করে আর কেউ করেনা।

হৃদমোহিনী ( সম্পূর্ণ)Where stories live. Discover now