18

1.1K 56 0
                                    

১৮.

প্রচণ্ড কুয়াশার মাঝেও চিন্তিত মুখে বসে আছে মৌনি। দুটো দিন কেটে গেলো অথচ মেঘালয় এখনো নেই। এমনকি ফোনটাও বন্ধ। মেঘ অনেক দায়িত্ববান ছেলে, সুস্থ শরীরে আর নিরাপদ অবস্থায় থাকলে অবশ্যই যোগাযোগ করতো। তবে কি কোনো বিপদ ঘটেছে ওর? ভেবে কোনো কূলকিনারা পাচ্ছেনা।

এমন সময় আরাফ এসে পাশে বসলো। মৌনির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, 'রুমে যাবেনা মৌনি?'

মৌনি মুখ তুলে তাকালো আরাফের দিকে। ওর চেহারায় চিন্তার রেখা দেখে আরাফের বুঝতে অসুবিধা হলোনা। কি বলবে বুঝে উঠতে না পেরে বললো, 'আমরা কালকের দিনটা দেখি? এরমধ্যে খোঁজ না পেলে একটা ব্যবস্থা নিতে হবে।'

- 'কিন্তু আমার না একদমই ঘুম আসবে না। গতকাল সকালে কল দিয়ে আমাকে বললো কালকে আসবো। অথচ রাত থেকেই ফোন বন্ধ ওর। আজকে সারাদিন ফোনটা বন্ধ। টেনশন হবেনা বলো?'

- 'পাগলী টেনশন করোনা। হয়ত ব্যস্ত নয়ত কোনো সমস্যায় পড়েছে। ঠিকই আসবে দেখো। এত টেনশন নিওনা। রুমে গিয়ে ঘুমাও।'

- 'ভাইয়াকে মিস করছি খুব। ওই মেয়েটাকে নিয়ে কোনো বিপদ হয়নি তো?'

- 'সেরকম হবার কারণ নেই। মেঘের উপর বিশ্বাস রাখো। কালকের দিনটা দেখাই যাক না। আমার বিশ্বাস ও ঠিকই যোগাযোগ করব।'

- 'তাই যেন হয়।'

এরপর অনেক্ষণ দুজনে চুপচাপ। রাত বেড়ে যাচ্ছে দেখে আরাফ উঠে পড়লো। মৌনিকে ওঠার জন্য বলতেই সেও উঠে দাঁড়ালো। দুজনে একসাথে হেঁটে বারান্দা অব্দি আসলো। মৌনি নিজের রুমে যাবে এমন সময় আরাফ পিছন থেকে ডাক দিলো, 'মৌনি...'

মৌনি ঘুরে তাকালো, 'হ্যা ভাইয়া।'

- 'না কিছু না। টেনশন কোরো না, ঘুমাও গিয়ে।'

- 'কিছু বলবে মনেহয়?'

আরাফ আমতা আমতা করতে লাগলো। আসলে ওর তেমন কিছু বলার নেই। কেন ডাক দিলো তাও বলতে পারেনা। মুচকি হেসে বললো, 'কি হলো? হা করে চেয়ে আছো যে? কিছু বলবে?'

আরাফ মাথাটা ঝাঁকিয়ে বললো, 'না না কিছুনা।'

মৌনি বললো, 'আরো কিছুক্ষণ আপনার সাথে কথা বলবো?'

আরাফ হেসে ফেললো। মৌনি মেয়েটা সবসময় স্পষ্টবাদী। যা বলার সরাসরি বলে দেয়। কিন্তু লজ্জায় পড়তে হয় খুব। আরাফের হাসি দেখে মৌনি আর কিছু জিজ্ঞেস করলো না। বারান্দায় রাখা চেয়ারের উপর এসে বসলো। বাড়িতে এখনো অনেক হৈ-চৈ। বিয়ে বাড়ির আমেজ ছড়িয়ে আছে।

মৌনিকে বসতে দেখে আরাফ ও পাশে এসে বসলো। মৌনির সাথে কথা বলতে অনেক ভালোলাগে। মেয়েটা অকপটে কথা বলে দেয় আর প্রখর আত্মমর্যাদা বোধ সম্পন্ন। শব্দের উচ্চারণ শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। মৌনি কথা বলছে আর মুগ্ধ হয়ে শুনছে আরাফ।

Don't forget to Vote (*) 

হৃদমোহিনী ( সম্পূর্ণ)Where stories live. Discover now