40

1K 35 0
                                    

৪০.

তিন দিন কেটে গেলো মাঝখানে। তিন দিন পরের ঘটনা এতটা অবিস্মরণীয় যা সত্যিই কল্পনার বাইরে ছিলো সবার। বাবার শরীরের অবস্থা অনেকটাই ভালো। আর এই নিউজ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিশুদের এলাকায় স্থানীয় পত্রিকাতেও প্রকাশ করা হলো। ফলে এলাকার লোকজনরা সকলেই নিজেদের ভূল বুঝতে পেরেছেন। সবার ঘরে ঘরে আলোচিত হচ্ছে ব্যাপারটা। যারা ওদেরকে ভূল বুঝেছিলো সবাই সত্যিটা জানার পর আর কোনো কথা বলেনি। এমনকি শত্রুরা পর্যন্ত থেমে গেছে।

মাসুদ এখনো জেলে। এদিকে যে মাতাল লোকগুলো মেঘালয়কে ওরকমভাবে অপদস্থ করেছে সবার নামে মামলা দায়ের করা হয়েছে। এবার সব শত্রু একসাথে সাজা পাবে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার এটাই যে, মেঘালয়ের আত্মীয় স্বজনরা প্রায় সবাই আকাশ আহমেদকে দেখতে আসছেন আর মুরুব্বিরা বলে দিচ্ছেন দ্রুত ছেলের বিয়ের প্রোগ্রাম করে বউকে ঘরে তোলা হোক। সবাই বিয়ের দাওয়াত খেতে চায় আর নতুন বউয়ের প্রাপ্য সম্মানটাও তাকে ফিরিয়ে দেয়া দরকার। মিশু ভাবতেও পারেনি ব্যাপারটা এভাবে সুন্দরভাবে সমাধান হয়ে যাবে। মৌনির প্রতি আজীবন কৃতজ্ঞ হয়ে থাকবে মেঘালয় ও মিশু।

হৃদমোহিনী ( সম্পূর্ণ)Where stories live. Discover now