74

1.1K 38 3
                                    

৭৪
অন্যরকম ভাবে একটা নতুন সকালের সূচনা হলো। বিয়েবাড়ির সবাই তখন ঘুমে। মিশু ও মেঘালয় নামাজ শেষ করে বাইরে হাঁটতে বের হলো। স্নিগ্ধ সকালের ঠাণ্ডা পরিবেশে গ্রামটা ঘুরে এলো দুজন মিলে। বাসায় ফেরার সময় মেঘালয়ের বন্ধু'দের সাথে দেখা।
সবাই আড্ডা দিতে দিতে যখন বাসায় ফিরলো, দেখলো মিশুর বাবা ও মেঘালয়ের বাবা দুজনে মিলে জাল দিয়ে পুকুরে মাছ ধরছেন। খালি গায়ে লুঙী বেঁধে দুজনেই নেমেছেন। পাড়ে বালতি হাতে দাঁড়িয়ে আছেন স্বয়ং বর্ষা আহমেদ। সবাই তো থ! ডাক্তার আজকে বালতি নিয়ে মাছ ধরতে নেমে পড়েছেন, ভাবাই যায় না!

সায়ান, আরাফ ও পূর্ব তিনজন এসে পুকুরে নামতে নামতে বললো, 'আমরাও মাছ ধরবো।'
মিশু'র বাবা বললেন, 'প্যান্ট পড়ে নেমো না।'
পূর্ব সাথে সাথেই বললো, 'তাহলে কি নেংটো হয়ে নামবো?'

হেসে উঠলো সবাই। আংকেল ভ্যাবাচ্যাকা খেয়ে বললেন, 'আমার লুঙী দিচ্ছি, আমার মত বেঁধে নেমে পড়ো।'
সায়ান বললো, 'আমি লুঙ্গি সামলাতে পারি না যে। যদি পুকুরে লুঙী হারিয়ে যায় তখন কিন্তু আমি দায়ী নই বাবা।'

সবাই আবারো হাসলো। বাবা আর কিছু বললেন না। ছেলেগুলো যা দুষ্টু, পারা যায় না কারো সাথে। উনি মিতুকে বললেন কয়েকটা লুঙি এনে দেয়ার জন্য। মিতু বাসায় গিয়ে বাবা ও চাচাদের ব্যবহৃত কয়েকটা লুঙী নিয়ে এলো। সবাই লুঙী পড়ে খালি গা হয়ে নেমে পড়লো পুকুরে।

ওদের দেখাদেখি মেঘালয়েরও ইচ্ছে করছে পুকুরে নামতে। সবাই মিলে জাল ফেলে মাছ ধরার আলাদা একটা আনন্দ আছে। নতুন জামাইয়ের মাছ ধরার দৃশ্যটা সবাই দেখতে আসবে সেটা চিন্তা করতে লাগলো। তারচেয়েও বড় কথা বুকে পিঠে মিশু'র আচঁড়ের দাগ থাকতে পারে। মেয়েটা যে পরিমাণে খামচি আর কামড় দেয়, তাতে অবস্থা বেহাল হয়ে যায় মেঘালয়ের। এসব ভেবে আর নামার সাহস করলো না।

আকাশ আহমেদ জাল ফেললেন পুকুরে। জাল টেনে তোলার সময় তিন বন্ধু ঝাঁপিয়ে পড়লো। জালের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে মাছ ধরতে লাগলো। সায়ান কিছুটা ভয় পাচ্ছিলো কিন্তু আরাফ ও পূর্বকে দেখে ওরও সাহস বেড়ে গেলো। বাবা মেঘালয়কেও ডাকলেন মাছ ধরার জন্য। কিন্তু মেঘালয় আপত্তি করলো বলে আর কেউ কিছু বলেনি। মৌনি ক্যামেরা নিয়ে এসে ফটাফট ফটোশুট করছে। পুকুরের উপরে বাঁকা হয়ে একটা গাছ ঝুলে আছে। মেঘালয় ও মিশু ছবি তোলার জন্য গাছে উঠে সেখানেই পা ঝুলিয়ে বসে আছে। সায়ান পুকুর থেকে কাঁদা তুলে ছুঁড়ে মারলো মেঘালয়ের গায়ে। সাদা পাঞ্জাবি কাঁদাময় ডিজাইন হয়ে গেলো একেবারে।

হৃদমোহিনী ( সম্পূর্ণ)Where stories live. Discover now