64

1.1K 39 1
                                    

৬৪
ভেজা চুল মুছতে মুছতে মিশু বললো, 'বিজনেস কেমন চলছে?'
- 'দৌঁড়াচ্ছে। তোমাকে একদিন অফিসে নিয়ে যাবো। তোমার ও কাজ বুঝিয়ে দিবো।'
- 'আমার কাজ! পড়াশোনা করবে কে?'
- 'পড়াশোনা শেষ করে চাকরি বাকরি নিতে নিতে জীবনের অর্ধেকটা পার হয়ে যাবে। ততদিনে অনেকের বাবা মা ওপারে চলে যায়। আর চাকরি করে কিইবা করবে? বিজনেসের চেয়ে বড় কোনো প্রফেশন আছে নাকি?'
মিশু মাথা ঝাঁকিয়ে বললো, 'আমি তো কিছুই বুঝিনা ওসবের।'
- 'বুঝিয়ে দিবো৷ এরপর লোন দিয়ে দিবো, তুমি একা ব্যবসা করবা। তোমার বিজনেস তোমার, আর আমার টা আমার। তুমি লস করলে তার দায় তোমার। কেউ কারো বিজনেসে ইন্টারফেয়ার করবো না। যেকোনো কিছু আমরা আলোচনা করে সবচেয়ে ভালো সিদ্ধান্তটা নিতে পারি।'
মিশু মুগ্ধ হয়ে বললো, 'স্ত্রীকে কেউ এভাবে উৎসাহ দেয় কিনা আমার জানা নেই।'
- 'আমিও চাই তোমার একটা পরিচয় থাকুক। আগে তুমি মিশু, তারপর মেঘালয়ের স্ত্রী।'
- 'হুম। বুঝেছি।'
- 'কচু বুঝেছো। চুলটাও ঠিকমতো আচড়াতে পারো না।'
মেঘালয় এসে টাওয়েল নিয়ে মিশুর চুল মুছে দিতে দিতে বললো, 'চুলগুলো বেশ বড় হয়েছে তো।'
- 'জানেন আমি একজন ফ্যাশন ডিজাইনারের কাছে গিয়েছিলাম। সারাদিন ছিলাম। উনি বলেছেন, আমার হাইট আর ফিগার অনুযায়ী, এক রঙা ফ্রক টাইপের জামায় আমাকে বেশি মানাবে। পুতুলের মত লাগবে।'
মেঘালয় মনোযোগ দিয়ে চুল মুছছে। বললো, 'ভালো বলেছে। এখন থেকে পুতুলের মত জামা কিনে দিবো।'
- 'ব্রাইট কালারগুলো পড়তে বলেছে। এক রঙা, কোনো ফুল থাকবে না।'
- 'হুম বুঝেছি। ঠিকই বলেছে।'
- 'জানেন আমি সারাদিন ওনার সাথে গল্প করেছি। আপুর কথাগুলো আমার খুবই ভালো লেগেছে। ওনার ডিজাইনার হওয়ার গল্প শুনেছি। আমার ও ছোট থেকে এটা ওটা ডিজাইন করতে ভালো লাগতো। ভাবছি ফ্যাশন ডিজাইনিং সাবজেক্ট নিয়ে পড়বো।'
- 'তাই! খুবই ভালো হবে। প্রচুর পরিশ্রম হবে শুরুতে, পারবে তো?'
- 'পারবো না কেন? আপনি তো আছেন ই।'
- 'হ্যা, চুল মোছার জন্য।'
বলতে বলতে চুলগুলো ভালোমতো মুছে দিলো মেঘালয়। তারপর মিশুকে সোজা করে দাড় করিয়ে দিয়ে বললো, 'ফাইনালি আমাদের বিয়ের প্রোগ্রামটা হচ্ছে?'
- 'হুম হচ্ছে।'
- 'রাত অনেক হয়েছে, সারারাত গল্প করেই কাটিয়ে দিই কি বলো?'
মিশু চমকে উঠে বললো, 'হুম। আমার অনেক গল্প আছে আপনাকে শোনানোর। অনেক গল্প, সব শোনাবো।'
মেঘালয় মিশুকে নিয়ে এসে বিছানায় হেলান দিয়ে বসলো। মিশু ওর সামনে বসে মেঘালয়ের চোখের দিকে তাকালো। মেঘালয় বললো, 'তোমার সব কথা শুনবো। বলো কি কি কথা পেটে উঁকিঝুঁকি মারছে?'
মিশু সোজা হয়ে বসলো গল্প বলার জন্য৷

হৃদমোহিনী ( সম্পূর্ণ)Where stories live. Discover now