19

1.2K 69 2
                                    

১৯.

মিশু বললো, 'আপনার পাশে দাঁড়ালে আমার নিজেকে বনমানুষ বনমানুষ লাগে।'

মেঘালয় ভ্যাবাচ্যাকা খেয়ে বললো, 'কি?'

- 'আপনার যা হাইট, আমার সাথে দাঁড়ালে মনেহয় বিদ্যুতের খুঁটির নিচে বনমানুষ দাঁড়িয়ে'

মেঘালয় হেসে বললো, 'এটা তোমার কাছে ব্যবধান?'

- 'হ্যা। আজকে তো দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন না, দুদিন পর একবার হলেও মন খারাপ হবে। মনেমনে ভাব্বেন আমার বউটা কেন লম্বা হলোনা? আপনার ফ্যামিলির লোকজন বলবে মেঘালয়ের বউটা খাঁটো।'

মেঘালয় মিশুর মুখটা ধরে সোজা করিয়ে দিয়ে বললো, 'তুমি নেহা কাক্করের গল্পটা শোনোনি?'

- 'আমি নেহা নই।'

- 'হ্যা তুমি নেহা নও, কিন্তু তুমি মিশু।'

- 'মিশু তেমন কোনো পরিচয় নয়। আমি মিশুর একটা পরিচয় চাই।'

- 'কিরকম পরিচয়?'

মিশু বললো, 'একটা নিজস্ব পরিচয়। একটা মেয়ে বিয়ের আগে বাবার পরিচয়ে বড় হয়, বিয়ের পরে স্বামীর পরিচয়ে থাকে। সবাই মেয়েদেরকে জিজ্ঞেস করে, তুমি কার মেয়ে কিংবা তুমি কার বউ? কিন্তু আমি চাই আমার নিজের একটা পরিচয় থাকুক।'

মেঘালয় মুগ্ধ হয়ে বললো, 'তোমার ধারণাকে সম্মান জানাই।'

- 'আর আমার যতদিন না একটা পরিচয় হচ্ছে, ততদিন আমি আপনার ঘরে বউ হয়ে যাবোনা।'

- 'বেশ। যেওনা, কিন্তু ডিভোর্স নামক অভিশাপটা প্লিজ মুখে এনো না। আমি নাহয় অপেক্ষা করি?'

মিশু এক পলক মেঘালয়ের দিকে তাকিয়ে বললো, 'অপেক্ষা করবেন? আপনার ভালোবাসা কতদিন থাকবে? অপেক্ষা করতে করতে দুদিন পর ঠিকই ভূলে যাবেন।'

- 'সেই পরীক্ষাটা দেয়ার সুযোগটা দেবে?'

- 'কি করতে চাচ্ছেন আপনি?'

- 'তুমি যা চাইবে তাই হবে। কিন্তু ভূলেও ছেড়ে দেয়ার কথা ভেবোনা। আর বাসায় ম্যানেজ করার দায়িত্ব আমার।'

মিশু চুপ করে রইলো। মেঘালয় দুষ্টমি হাসি হেসে আরেকবার মিশুকে বুকে জাপটে ধরলো। ছেলেটার শরীরে কেমন যেন একটা মিষ্টি সুগন্ধ! মিশু একবার মেঘালয়ের বুকে হাত বুলিয়ে দিয়ে বললো, 'আচ্ছা আপনার বডিটা এত আকর্ষণীয় কেন?'

হৃদমোহিনী ( সম্পূর্ণ)Where stories live. Discover now