51

1.1K 35 4
                                    

৫১

শেষ অব্দি আর কাউকেই যাওয়ার প্রয়োজন হলোনা। তন্ময়ের জামিনের ব্যবস্থা করেছেন মিশুর বাবা। গত কয়েকদিন আগে উপজেলা চেয়ারম্যান নিজেই সাক্ষী থেকে সরাসরি মন্ত্রনালয়ে অভিযোগ জানানো হলো আসামিদের ব্যাপারে৷ ফলে ওই দুজনকেই পুলিশের তত্ত্বাবধানে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে আর তন্ময়ের জামিনের ব্যবস্থাও হয়ে গেছে।

মাঝখানে কেটে গেছে দুটো দিন। দুদিনে যেন দুজন মানুষ নতুন করে বুঝতে শিখেছে ভালোবাসার অনুভূতিগুলো কেমন হয়? একে অপরকে গভীরভাবে অনুভব করতেও শিখে গেছে। তন্ময়ের সাথে আর কোনোভাবেই যোগাযোগ করেনি মিশু। পুরনো অধ্যায় শেষ করে দিয়ে নতুন অধ্যায়ে পা ফেলেছে, অতীতের ধূলো ঝেড়ে ফেলে দিয়ে জীবনে নতুনভাবে প্রত্যাবর্তন দরকার।

মেঘালয়ের উপযুক্ত করে নিজেকে গড়ে তোলার জন্য কঠোর শ্রমও দিতে হচ্ছে। মেঘালয়ের এথলেটদের মত বডি, ব্যায়ামপুষ্ট শরীর। মাসল দেখলেই বুকের হার্টবিট ধরাস করে বেড়ে যায়। মিশুও ব্যায়াম করা শুরু করে দিয়েছে। মিশু আগে চুল বাঁধতে পারতো না, সবসময় অগোছালো হয়ে থাকতো। এখন চেষ্টা করছে চুল সবসময় পরিপাটি করে রাখার৷ পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি থাকলে যেকোনো মেয়েকেই সুন্দর দেখায়। সবচেয়ে বড় পরিবর্তন আনতে হচ্ছে কথা বলার ক্ষেত্রে। মেঘালয় খুব সুন্দর করে কথা বলতে পারে, তার মত করে কথা বলাও শিখতে হবে৷ দুজনই যেন অনুধাবন করতে পারে দুজন মিলে একটা পারফেক্ট জুটি।

মিশু গ্রীন টি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। একটু পরপর চুমুক দিচ্ছে চায়ে। মেঘালয় বারান্দায় দাঁড়িয়ে নির্দেশনা দিচ্ছে কিভাবে বারান্দা সাজাতে হবে। বিয়ের প্রোগ্রামের আর মাত্র কয়েকটা দিন বাকি। মিশুকে রেখে মোটেও আর ঢাকায় যেতে ইচ্ছে করছে না। মেঘালয় ভেবে রেখেছে বিয়ের একেবারে দুদিন আগে ফিরলেই হবে। মুহুর্তের জন্যও মিশুকে আড়াল হতে দেয়া যাবেনা।

মিশু চায়ে চুমুক দিয়ে মেঘালয়ের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেলো। মিশুর ভেজা গলা দেখে চমকে উঠলো মেঘালয়। ভ্রু কুঁচকে ইশারায় বলল, 'কি হয়েছে?'

হৃদমোহিনী ( সম্পূর্ণ)Where stories live. Discover now