84

1K 40 0
                                    

৮৪

ড্যাবড্যাব চোখে তাকিয়ে আছে মেঘালয়। মিশু'র মুখ গম্ভীর। কি জানি সিদ্ধান্তের ব্যাপারে কি ভাবছে। মেঘালয়ের ভালোবাসাকে তুচ্ছ করার সাধ্য অন্তত ওর হবে না। তবুও বুক ঢিপঢিপ করছে মেঘালয়ের। ও ভ্রু নাঁচিয়ে জিজ্ঞেস করলো, 'কি ভাবছো মহারানী?'
- 'আই লাভ ইউ টু।'

কথাটা বলেই দুষ্টুমি হাসি ফুটে উঠলো মিশুর মুখে। মেঘালয় উঠে এসে ওকে জাপটে ধরলো। মিশু মেঘালয়কে দুহাতে আকড়ে ধরে বললো, 'আমার খুব প্রেম করতে ইচ্ছে করছে। চলুন না একটু একটু প্রেম করি।'
- 'হা হা হা। আই লাভ ইউ সুইটহার্ট।'

মেঘালয় মিশুর কপালে আলতো চুমু এঁকে দিলো। মিশু বললো, 'আমি কাল থেকে আপনার সাথে অফিসে যাবো। আমাকে কাজ বুঝিয়ে দিবেন। প্রতিদিন দুপুরে দুজনে একসাথে খাবো, একসাথে বাসায় ফিরবো। আর মাঝেমাঝে আপনার চেম্বারে ঢুকে টুক করে একটা চুমু খেয়ে দৌড়ে পালাবো।'
মেঘালয় মিশুর মুখের কাছাকাছি এগিয়ে এসে বললো, 'আর?'
- 'মাঝেমাঝে অফিস থেকে ফেরার সময় আমাকে ফুচকা খেতে নিয়ে যাবেন। বৃষ্টি হলে রিক্সায় করে ঘুরবো।'
- 'আর?'
- 'রাত্রিবেলা আপনি মশারি টাঙাবেন।'
- 'আর?'
- 'আর চুম্বনকালে দয়া করে চোখটা বন্ধ রাখবেন।'

মেঘালয় হো হো করে হেসে উঠলো। মিশুও হাসছে কিন্তু ওর হাসির শব্দ হিহিহি হিহিহি টাইপের। দুজনে হাসতে হাসতে মেঝের উপর বসে গড়াগড়ি খেতে লাগলো। কেন যে এভাবে পাগলের মত হাসছে কেউই জানে না।

হাসি থামিয়ে মিশু বললো, 'আমাদের মেয়ে বাচ্চা হবে না ছেলে বাচ্চা?'
- 'এই বাচ্চাটা আগে বড় হোক, তারপর।'

কথাটা বলেই মিশুকে কোলে তুলে বিছানায় নিয়ে এলো মেঘ। ওকে শুইয়ে দিয়ে উপুড় হয়ে এসে চোখে চোখ রাখলো। মিশু লজ্জায় নীল হতে হতে বললো, 'আপনার দৃষ্টি অনেক ভয়ংকর। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না।'
- 'আজ অফিসে তন্ময় এসেছিলো।'

মেঘালয়কে সরিয়ে দিয়ে বিছানার উপর সোজা হয়ে বসলো মিশু। মুখটা নিমেষেই গম্ভীর হয়ে গেছে। এই সময়ে তন্ময়ের নামটা না নিলে কি হতো না? লোকটা খুব খারাপ।

মিশু রেগে বললো, 'ওকে আমাদের মাঝে টেনে আনার কি দরকার ছিলো?'
- 'না চাইলেও এসে যায়। আমি তো ওকে ডাকিনি।'
- 'কেন এসেছিলো? যখন আমার সাথেই ওর কোনো যোগাযোগ নেই, সেখানে আপনার সাথে কেন রেখেছে?'
- 'ক্ষমা চাইতে এসেছিলো।'

হৃদমোহিনী ( সম্পূর্ণ)Where stories live. Discover now